নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জজ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ৩১ মে ২০২৩

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জজ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকার বাসিন্দা কুতুবপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জজ আর নেই।

 

বুধবার (৩১ মে) ভোর সাড়ে ৫ টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ । তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে নাতী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


বিকেল সাড়ে ৫ টার দিকে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে আলীগঞ্জ মাদ্রাসাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় নারায়ণগঞ্জ  জেলা প্রশাসনের কর্মকর্তা, নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা, ফতুল্লা মডেল থানার কর্মকর্তারা অংশ নেন।   


এ সময় উপস্থিত ছিলেন মো. সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার ভুমি ফতুল্লা, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান ভুইয়া জুলহাস, এনায়েতনগর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাকশী, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাপ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বশিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী মমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো নুর আলম মিয়া (নৌ কমান্ডো), জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: