নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ মে ২০২৪

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫২, ১১ জুলাই ২০২৩

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেঁজি ১’শ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আক্তারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক মাদক কারবারি।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো পুরান বন্দর চৌধূরী বাড়িস্থ ছালা পাগলার মাজার সংলগ্ন এলাকার আব্দুল মোতালেব মিয়ার ছেলে ইউনুছ আলী (৩৫) একই এলাকার মৃত ওহাব মিয়ার ছেলে চিহিৃত মাদক কারবারি মোফাজ্জল হোসেন (৫৮) একই এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে সৈয়দ আহাম্মদ ওরফে সদু (৫০) ও একই এলাকার নারী মাদক ব্যবসায়ী সাথী আক্তার (২৮)।

পলাতক মাদক কারবারি রনী (২৫) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১১ জুলাই) রাত দেড়টায় বন্দর উপজেলার পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ ছালা পাগলার মাজারে পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ী রনীসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৭)২৩ ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানা এসআই সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস গত সোমবার রাতে বন্দর থানার ৪৩৮ নং জিডি মূলে বন্দর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করার সময়ে বন্দরে মদনগঞ্জ এলাকায় অবস্থান করার সময় মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে বিশেষ সূত্রে সংবাদ পায় পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ ছালা পাগলার মাজার সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী ইউনুছ আলী বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়বিক্রয় করছে।

 

বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করে সংবাদের সত্যতা যাচাই লক্ষে উল্লেখিত সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটন্স্থালে এসে ইউনুছ আলী বসত ঘরে দক্ষিন পাশের্^র কক্ষ হইতে মাদক ব্যবসায়ী ইউনুছ আলী দেখানো মতে নীল রংএর প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ৫ কেঁজি ১’শ গ্রাম গাঁজাসহ উল্লোিখত মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

ওই সময় পুেিশর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় রনী নামে আরো এক মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে এসআই সাইফুল আলম পাটুয়ারী আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে।