নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক  ৩

ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টুটুল মুন্সী (৪০) নামের এক যুবক কে  হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে মুমূর্ষু অবস্থায় টুটুলকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা বাজার এলাকা সংলগ্ন প্রাইমারী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত টুটুল ফতুল্লা মুন্সীবাড়ীর মৃত নুর ইসলাম মুন্সীর ছেলে। এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো সৈয়দ আরিফ, আকিব  ও  আসমা বেগম কে।

 

এদিকে টুটুল মুন্সীকে আহতের ঘটনায় আহতের ফুফাতো ভাই আবু সাঈদ চৌধুরী বাদী হয়ে প্রতিবেশি সন্ত্রাসী ফতুল্লা সৈয়দ বাড়ীর আলী মেম্বারের পুত্র সৈয়দ আরিফ (৫৫), সৈয়দ আরিফের পুত্র সৈয়দ আকিব (১৯), সৈয়দ আরিফের স্ত্রী সৈয়দ আসমা বেগম (৪০) সহ অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, সৈয়দ আরিফের বাড়ির টয়লেটের ময়লার পাইপ লাইন টুটুল মুন্সীর বাড়িতে এসে পড়ে এবং উক্ত ময়লা রাস্তার মধ্যে পরার কারণে টুটুল সহ আরো কয়েকজনের বাড়ি সমস্যা সৃষ্টি হয়। এতে টুটুল প্রতিবাদ করে এবং টয়লেটের ময়লার পাইপ লাইন নিস্কাশনের কথায় বলায় প্রতিবেশি সন্ত্রাসীরা টুটুলকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে বুধবার রাতে প্রতিবেশি সন্ত্রাসীরা টুটুল মুন্সীকে উক্ত বিষয়ে মিমাংসার কথা বলিয়া ডেকে নিয়ে অতর্কিতভাবে হামলা শুরু করে। ধারালো রাম দা দিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া কোপ দিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। এমনকি লোহার রড, পাইপ সহ বিভিন্ন লাঠি সোঠা দিয়া এলোপাথারীভাবে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর সরকারী হাসপাতালে ভর্তি করে। 

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, মারামারির ঘটনায় অভিযোগ একটি পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে।  ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় তিনজনকে রাতেই আটক করা হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত বিষয়: