নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২০, ১৬ নভেম্বর ২০২৩

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল রহমান রাশেদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরের নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ। মিছিলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা শেখ হাসিনা, নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মিছিল।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে মেঘনা শিল্পাঞ্চলে পিরোজপুর আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মেঘনা শাহজালাল গেইট থেকে শুরু হয়ে মেঘনা টোল প্লাজা অতিক্রম করে মেঘনা শিল্পাঞ্চল আওয়ামীলীগের পার্টি অফিসে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ন আহবায়ক আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবু সাঈদ, শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম, হালিম মেম্বার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।