
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তঃজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অংঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২২ নভেম্বর) বিকেল ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিল থেকে অবিলম্বে তফসিল বাতিল, বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান নেতাকর্মীরা।