নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৯, ২৯ নভেম্বর ২০২৩

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহি একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুনে পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুঁড়ে যায় এবং চালকের সহযোগি (হেলপার)  মো. সায়মন (২০) দগ্ধ হন। 

সে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস সড়কে) এ ঘটনা ঘটে৷ । 

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো৷ ট্রাকটি এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে৷ 

এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়৷ এসময় ট্রাকের চালক দ্রুত নেমে যেতে পারলেও তার সহযোগির (হেলপার) দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির আগুন নেভায়৷ 

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ট্রাকটিতে পেট্রোল বোমা ছুঁড়ে অগ্নিসংযোগকারিদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা৷

সম্পর্কিত বিষয়: