নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

চালকের হাত পা বেঁধে গাড়ি ছিনতাই ও ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৪, ২৫ জানুয়ারি ২০২৪

চালকের হাত পা বেঁধে গাড়ি ছিনতাই ও ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

মাইক্রোবাস চালকের হাত পা বেঁধে বেদম ভাবে পিটিয়ে ৩টি মোবাইল সেট, নগদ ১২ হাজার টাকা,  ১টি কেসিও ঘড়ি  ও মাইক্রোবাস ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় ৬  ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ওই সময়  ডাকাত দল পুলিশের  উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোনারগাঁ থানার দুধঘাট এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে সজিব ওরফে ব্লেট সজিব (২১) বন্দর থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার মৃত আব্দুল ছালাম মিয়ার ছেলে ভিকি ওরফে বিকি (৩৩) সোনারগাঁ থানার দাউদেরগা এলাকার মৃত ফজলুল হকের ছেলে শামীম হাসান ওরফে জগত (২৪) একই থানার ভাটির চর দড়িকান্দী এলাকার মৃত আক্কেল আলী ছেলে রাব্বানী হাসান ওরফে মুন্না (২৭) বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত কাদের মিয়ার ছেলে রিজভী  হোসেন বাবু (২৮) ও সোনারগাঁ টেঙ্গারচর এলাকার রোস্তম আলী মিয়ার ছেলে রনী (৩৪)।

গত বুধবার (২৪ জানুয়ারী) রাতে বন্দর থানা ও সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয।

গ্রেপ্তারকৃত ৬ ডাকাতকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারী)  দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালত প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি পুলিশ পরিদর্শক মো: রেজাউল করিম। এর আগে গত রোববার (২১ জানুয়ারী) রাত পৌনে ১২টায় বন্দর উপজেলার দাঁশেরগাওস্থ জনৈক মোজাম্মেল মিয়ার বাড়ি সামনে এ ডাকাতি ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত রেন্টেকার চালক হাজী ইব্রাহিম মোল্লা বাদী হয়ে গত বুধবার (২৪ জানুয়ারী) রাতে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাতদলের  বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(১)২৪ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০।

ঘটনার তথ্য সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগরস্থ নয়াপাড়া এলাকার সামছুল হক মোল্লার ছেলে হাজী ইব্রাহিম মোল্লা তার স্ত্রী মালিকানাধীন ঢাকা মেট্রো চ- ১১-৯৫৫০ নাম্বারের একটি নোহা গাড়ী  সিদ্বিরগঞ্জের চিটাগাংরোড স্ট্যান্ডে রেন্টেকার মাধ্যমে ভাড়া দিয়ে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছি।

গত রোববার (২১ জানুয়ারি) রাত  ১০টা ৫০ মিনিটে সময় বন্দর উপজেলার বন্দর রেললাইন নামক স্থানে ভাড়াটিয়া পেসেঞ্জার নামিয়ে দিয়ে সিদ্ধিরগঞ্জ উদ্দেশ্য রওনা হই। পরে ওই রাতে সাড়ে ১১টায় সময় আমার গাড়ীটি বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা স্ট্যান্ডের সামনে আসলে ওই সময় অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একটি ডাকাত দল পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীসহ চালককে জোর পূর্বক রাত ১১টা ৪০ মিনিটে বন্দর থানার দাঁসেরগাওস্থ জনৈক মোজাম্মেল মিয়ার বাড়ী দক্ষিণ পাশে রাস্তার উপর নিয়ে যায়।

পরে অজ্ঞাত নামা ডাকাত দল চালককে অস্ত্রে মুখে জিম্মি করে চালককে হাত পা বেঁধে বেদম ভাবে মারধর করে নগদ টাকা, ঘড়ি ও ১টি এনড্রয়েট মোবাইল ফোন ও ২টি বাটান মোবাইল সেট ও গাড়ী  ছিনিয়ে নিয়ে চালককে ফাঁকা জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়ি চালক সেখান থেকে কৌশলে হাতের বাধন খুলে পাশের বাড়িতে এসে আশ্রয় নেয়। 

এদিকে বাড়ি মালিকের মোবাইল ফোন থেকে বিষয়টি ৯৯৯এ কল দিয়ে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে চালককে উদ্ধার করে।  

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, ডাকাতি ঘটনায় জড়িত থাকার অপরাধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি আসামী গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার  জন্য পুলিশি অভিযান অব্যাহত রেয়েছে।