নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ মার্চ ২০২৫

আড়াইহাজারে নারী মাদক কারবারিকে ৩ মাসের কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৭, ১৫ মে ২০২৪

আড়াইহাজারে নারী মাদক কারবারিকে ৩ মাসের কারাদন্ড

আড়াইহাজারে বানু  (৫০) নামের এক নারী মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  

বুধবার রাতে সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে  এই সাজা প্রদান করেন। আটককৃত বানু সদাসদী গ্রামের হান্নানের স্ত্রী।  

সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক জানান, গোপনে খবর আসে বানু সদাসদী  গ্রামে   তার বাড়ীতে বসে মাদক বিক্রি করছিল । এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে  অভিযান চালিয়ে মাদকসহ হাতে-নাতে পেয়ে ৩ মাসের বিনাশ্রম  কারাদন্ড প্রদান করেন।


এই সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান,  এস আই নজরুল ইসলাম ও এ এস আই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।