বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১১ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত সোমবার (১০ জুন) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২৫) একই উপজেলার লাউসার এলাকার মোস্তফা মিয়ার ছেলে মামুন (৩০) ও বন্দর রেললাইন এলাকার আলী হোসেন মিয়ার ছেলে পল্লী বিদ্যুৎ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আল আমিন (৩৫)।