নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের আগুনে পুড়লো ব্যবসায়ীর দোকান  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৯, ৮ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের আগুনে পুড়লো ব্যবসায়ীর দোকান  

ফতুল্লায় ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিভাতে গেলে সন্ত্রাসীরা ব্যবসায়ী সুমনের উপর হামলা করে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে সুমন জানায়, ব্যবসায়ী সুমন দীর্ঘদিন যাবৎ তক্কারমাঠ এলাকায় একটি সোনারগাঁ বেডিং এন্ড ক্লথ স্টোর নামে ল্যাপ-তোষকের দোকান দিয়া ব্যবসা করার পাশাপাশি একটি পুকুরে করে আসছি। ল্যাপ তোষকের দোকান ও পুকুরের মাছ ছাড়ার বিষয়টি ভালো ভাবে নেয়নি তক্কারমাঠ এলাকার যুবলীগ ক্যাডার জুয়েল ও শামীমের সহযোগী হোসেন, সোয়াদ, তুলি, সুমিসহ ৮/৯ জনের একটি গ্রুপ। 

তারা বিভিন্ন সময় আমার ভাইয়ের তুলার দোকান এবং পুকুর হতে মাছ চুরি করে নিয়ে যেতো। এ বিষয়ে বহুবার নিষেধ করা হয়। এ নিয়ে গত শুক্রবার বিকেলে হোসেন, সোয়াদ, তুলি, সুমির সাথে বাকবিতন্ডা হয়। সন্ত্রাসীরা সুমনকে এলাকায় ব্যবসা করতে দিবে না বলেও হুমকী প্রদান করেন। গত শনিবার সন্ধ্যায় ল্যাপ-তোষকের দোকানে বসে থাকাবস্থায় সন্ত্রাসীরা দোকানের পিছনে তুলার কারখানায় আগুন ধরিয়ে দিয়ে এলাকায় অবস্থান করে। 

এসময় দোকানোর মালিক সুমনসহ আশপাশের দোকারদাররা আগুন নিভাতে আসলে সন্ত্রাসী আগুন নিভাতে বাঁধা দেয়াসহ দোকানীদের উপর হামলা চালায়। তুলার কারখানায় আগুন লাগানোর ফলে তুলার কারখানার যাবতীয় মালামাল, মেশিনাদী ও ল্যাপ-তোষকের যাবতীয় মালামাল পুড়ে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়। 

আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ আমাকে ও আমার ভাইকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তোরা যদি এই ঘটনার বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস তাহা হইলে আজ হোক কিংবা কাল হোক তোদেরকে জীবনে শেষ করিয়া ফেলবো।