নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ৩ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে পুলিশের অপারেশন ডেবিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন রূপগঞ্জের বাগবের এলাকার আফজাল হোসেনের ছেলে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। ৫ আগষ্টের পর বেশ কিছুদিন গা ডাকা দেয়ার পর ফের বেপরোয়া হয়ে উঠে সে। তার ভয়ে কেউ কথা বলতে পারতোনা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণ আইনে মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।