নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১১, ১৭ অক্টোবর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রহিম (৩০) একই এলাকার কাশেশ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নূর আলম (৩৬) বন্দর থানার সোনাকান্দাস্থ সোনা বিবিরোড এলাকার বাবুল মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।

বন্দর উপজেলার হাজরাদী চাঁনপুর এলাকার মজিবুর মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির হোসেন (৩৮) একই উপজেলার লাঙ্গলবন্ধ এলাকার জামাল উদ্দিন মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪৫)।

বন্দর থানার লক্ষনখোলা এলাকার শফিকুল ইসলাম মিয়ার ছেলে শিশির (৩৫) ও একই উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার আহাম্মদ মিয়ার ছেলে অলু (৩৬)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৭ অক্টোবর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: