
বন্দরে বসত বাড়ি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা ফাতেমা বেগম (৭০)কে বুকে লাথি মেরে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে তারেই ছোট বোন ভূমিদৎসু হালিমা বেগম ও তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনায় আহত ফাতেমা বেগমের ভাগ্নিা সালাউদ্দিন মিয়া বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন বিকেল উল্লেখিতদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার জজ মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া তার মায়ের পৈত্রিক সম্পত্তি সাড়ে ৮ শতাংশ বসত বাড়ি প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে ভোগদখলে রয়েছে।
এ নিয়ে একই এলাকার মৃত হানিফা স্ত্রী তারেই খালা হালিমা বেগম ও তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতা বুধবার দুপুর ১টায় পাষান্ড খালা হালিমা বেগম হুকুমে তার সন্ত্রাসী ছেলে মহিউদ্দিনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিন বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে সালাউদ্দিনের সাথে মারমুখী আচরন করে।
ওই সময় সালাউদ্দিন মিয়ার বড় খালা ফাতেমা বেগম বাধা দিলে সন্ত্রাসী ভাগ্নিা মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে হত্যার উদ্দেশ্য বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে নিলাফুলা জখম করে পালিয়ে যায়।