নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫

 সোনারগাঁয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ৩০ এপ্রিল ২০২৫

 সোনারগাঁয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে মিনি পিকআপ ভ্যানের ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মো. নয়ন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আজিজুল ইসলাম (৬৫) মাসুম বিল্লা (২৮),ফজলুল (৪০), সজীব (৩০), আকবর (৫০),হৃদয় (২৫) লুকেট (২৫), রুবেল (২৫), তানভীর (২৪) আমিনুল ইসলাম (২৬)। 

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টায় মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের রতবদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নেত্রকোনার পূর্বধলা এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, মহাসড়কের উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতবদী এলাকায় দ্রুত গতির একটি মিনি পিকআপ ভ্যানের পারাপারের সময়ে উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অটোতে থাকা যাত্রী ও ঘটনাস্থলের পথচারীসহ ১০ জন গুরুতর আহত হোন। পরবর্তীতে নিহত ও আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড. শারমিন আহমেদ তিথি জানান, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১ জন রোগী আনা হয়েছিল। যার মধ্যে একজন মৃত ছিল। বাকি ১০জন আহতদের মধ্যকার ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

অপর ৬ জনের ৪ জন হালকা চিকিৎসা সেবা নিয়ে চলে গেলেও দুজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে। 

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর যারা আহত হয়েছেন তাদের কাউকে আমরা পাইনি। ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক পালিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।