
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলেনারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আরিফ আলম দিপু।
এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুসাউদ মাসুদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আফজালহোসেন পন্টি।
সূচনা বক্তব্যে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক প্রণবকৃষ্ণ রায় বলেন, ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফ্রান্সে কয়েকজন ফটোগ্রাফারউদ্যোগী হয়ে বিশে^ ফটোগ্রাফি কার্যক্রমকে বেগবান করতে বিশ^ফটোগ্রাফি দিবস ঘোষণা করে। এরপর থেকে গোটা পৃথিবীতে তাপালন করা হয়।
বাংলাদেশে এ বছর এ দিবস ব্যাপকভাবে পালন করা হয়।সভায় বক্তারা বলেন, ফটোগ্রাফ খুব শক্তিশালী মাধ্যম। যার ভাষা সমাজেরসব শ্রেণীর মানুষ বুঝতে পারে। কালের পরিবর্তনে আধুনিকফটোগ্রাফি গোটা বিশ^কে এক করে দিয়েছে।
হাতে থাকাডিভাইসের মাধ্যমে ছবি তুলে মুহূর্তের মধ্যে বিশ^ব্যাপী ছড়িয়েদেয়া যায়। নারায়ণগঞ্জের কিছু ফটোগ্রাফার আন্তর্জাতিক ক্ষেত্রেপুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তারা বলেন, তবেআন্তর্জাতিকভাবে তারা সম্মানিত হলেও স্থানীয়ভাবে অবহেলিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফিকসোসাইটির আহ্বায়ক জামিরুল হক নিপু, আরটিভির জেলাপ্রতিনিধি আনোয়ার হাসান, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবেরসদস্য সচিব আহাম্মদ শরীফ পারভেজ, সদস্য রফিকুল ইসলাম রুমন,মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, মোহাম্মদ রাশিদ চৌধুরী, মো.সাইফুল ইসলাম, এম এ সুমন প্রমুখ।