
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহেব ছাত্রনেতা রাসেল মাহমুদের ছোট ভাই শিহন আহমেদ গুরতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
এদিকে অসুস্থ ছোট শিহন আহমেদের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন রাসেল মাহমুদ।
তিনি বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি ছিলেন। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই দোয়াই আমি সকলের কাছে কামনা করছি।