
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সবুজ প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালত চত্তরে ব্যাপক প্রচার-প্রচারণা করে ভোট প্রার্থনা করেন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে সবুজ প্যানেলের প্রার্থীরা আদালতপাড়ায় বিভিন্ন চেম্বার এবং আইনজীবীদের কার্যালয়ে গিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এবারের নির্বাচনে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত সমর্থিত আইনজীবীদের সবুজ প্যানেল পুরোপুরি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছে।
গণসংযোগকালে সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লাহ বলেন, আমরা আইনজীবীদের মৌলিক সমস্যাগুলো সমাধানে বদ্ধপরিকর। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা আইনজীবীদের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ এবং আদালতের পরিবেশ আরও উন্নত করব।
মিছিল শেষে সবুজ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাইনউদ্দিন মিয়া বলেন, উৎসব মুখর পরিবেশ এর কারনে নারায়ণগঞ্জ আইনজীবী নির্বাচন বাংলাদেশের এক উদাহরণ হয়ে থাকবে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করিনা। নারায়ণগঞ্জের আদালতে কোন ধরনের দুর্নীতি করতে দিবোনা ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, এড.আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. আল-আমিন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন সহ প্যানেলের সকল সদস্য সহ সিনিয়র এড. তমিজউদ্দিন আহমাদ, এড. আক্তার হোসেন, এড. সায়েম সহ প্রমূখ।