নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২০ আগস্ট ২০২৫

সেলিম ওসমানের প্রেসক্রিপশনে তারা বিশৃঙ্খলা করতে চায় : সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ১৯ আগস্ট ২০২৫

সেলিম ওসমানের প্রেসক্রিপশনে তারা বিশৃঙ্খলা করতে চায় : সাখাওয়াত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে (২০২৫-২০২৬) কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন অপশক্তি বা শিল্পপতির প্রেসক্রিপশনে বিএনপির আইনজীবীদের মধ্যে ভাঙন ধরানো যাবে না।

‎‎মঙ্গলবার (১৯ আগস্ট) আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির এবং অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলের সমর্থনে আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।

‎সাখাওয়াত হোসেন খান বলেন, সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি, যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়, তারা আজকে আইনজীবী সমিতিতেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তারা বিএনপির বিরুদ্ধে এবং সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “যারা ‘মেইড ইন নারায়ণগঞ্জ’ বলেন, তারা যদি বিএনপির হয়ে থাকেন, তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন?

‎তিনি আরও জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কালাম সাহেব হজ পালনের জন্য বিদেশে থাকলেও সেখান থেকে প্যানেলের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং নির্বাচনের পূর্বে দেশে ফিরে প্রচারণায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 

আমরা বাইরে যেমন বলেছি, ১৫ বছর যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে যাকেই এমপি নমিনেশন দেওয়া হবে, আমরা তাকেই মেনে নেব। কিন্তু কোনো বহিরাগত, কোনো শিল্পপতিকে আমরা মেনে নেব না। সেই শিল্পপতিরা আজকে আইনজীবী সমিতির নির্বাচনে বিভেদ সৃষ্টি করতে চায়।” তিনি এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনজীবীদের সজাগ থাকার এবং দাঁতভাঙা জবাব দেওয়ার আহ্বান জানান।

‎তিনি বলেন, “এই নির্বাচন শুধু হুমায়ুন কবির বা আনোয়ার প্রধানের নয়, এই নির্বাচন বিএনপির সম্মান, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সম্মানের ব্যাপার।” তাই সকল ভেদাভেদ ভুলে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন ১৭ জনের পূর্ণাঙ্গ প্যানেলকে নির্বাচিত করার জন্য তিনি আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

‎হুমায়ূন-আনোয়ার প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির সিনিয়র সকল আইনজীবীগন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনসহ সিনিয়র জুনিয়র সকল আইনজীবী নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন এবং হুমায়ুন-আনোয়ার প্যানেলের জন্য ভোট প্রার্থনা করছেন।

‎এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান।

‎উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ কার্যকরী কমিটির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে ৪৮ জন এবং স্বতন্ত্র ২ জনসহ মোট ৫০ জন প্রার্থী ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

সম্পর্কিত বিষয়: