নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৭ আগস্ট ২০২৫

ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৯, ১৬ আগস্ট ২০২৫

ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

খ্যাতিমান সাহিত্য সংগঠন ধ্রুব সাহিত্য পরিষদ’র দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা নারায়ণগঞ্জ জলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে।

শনিবার সমাপণী দিনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।

অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘের পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এস এ মালেক,নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম,প্রখ্যাত ছড়াকার নজরুল ইসলাম শান্তু ও কবি শাহানা মান্নান বুলবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপক রোকসানা রহমান সামিয়া,এ্যাড. মনি গাঙ্গুলী,নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ,অভিনেতা বশির খান, জহিরুল ইসলাম মিন্টু, সংগঠক একে উজ্জল ও শুক্কুর মাহমুদ জুয়েল। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনিয়া আহমেদ, সাংবাদিক মঞ্জুর আহমেদ মুন্না,একে উজ্জল ও অভিনেতা মোঃ মুরাদ হোসেন।

সম্পর্কিত বিষয়: