
প্রকাশনা সংস্থা রৌদ্রছায়া প্রকাশ। “জোছনা ছুয়ে যায়” কাব্যগ্রন্থের লেখক এ এস এম এনামুল হক প্রিন্স “রৌদ্রছায়া প্রকাশ বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন। “জোছনা ছুয়ে যায়” কাব্যগ্রন্থটি অমর একুশে বইমেলায় এ বছর প্রকাশ হয়েছে।
শনিবার বিকাল চারটায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ প্রকাশনা সংস্থার কার্যালয়ে কাব্যগ্রন্থের লেখক এ এস এম এনামুল হক প্রিন্সের হাতে ক্রেস্ট, সনদপত্র, পাঠ আলোচনার লেখা আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদ রউফ, রনজিৎ মোদক, মাহামুদুল হাসান।
রূপান্তর লিবিং লিমিটেড চেয়ারম্যান মাহামুদুল হাসানের সভাপতিত্বে “জোছনা ছুয়ে যায়” কাব্যগ্রন্থের পাঠ আলোচনা করেন কবি ও সাহিত্যিক বদরুল আলম, রনজিৎ মোদক, বিপুল বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, আকাশ আহমেদ, সৈদয় মঞ্জুরুল মোর্শেদ, আল আশরাফ বিন্দু, আব্বাস হোসাইন আফতাব, জেসমিন আক্তার প্রমুখ। সঞ্চলনায় ছিলেন সাদ্দাম মোহাম্মদ।