নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

মাসিক বাহান্ন শিশু-কিশোর সাহিত্য পত্রিকার শিশুসাহিত্য আসর অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১০, ১১ জুলাই ২০২৫

মাসিক বাহান্ন শিশু-কিশোর সাহিত্য পত্রিকার শিশুসাহিত্য আসর অনুষ্ঠিত

শিশু কিশোর অনলাইন পত্রিকা মাসিক বাহান্ন'র আয়োজনে, আজ ১১ জুলাই গাজীপুর মহানগরের টঙ্গীস্থ পূর্ব গোপালপুরে প্রথমবার অনুষ্ঠিত হলো শিশুতোষ সাহিত্য আসর।

একুশে গ্রন্থাগার ও শহিদ রাহাত স্মৃতি সংঘে অনুষ্ঠিত, আসরে স্বরচিত লেখা পাঠ ও শিশু সাহিত্য নিয়ে আলোচনা করেন- মাসিক বাহান্ন সম্পাদক কবি কাজী নাজিম উদ্দিন সুমন ও কবি চঞ্চল মেহমুদ কাশেম। অন্যান্য আলোচক ছিলেন- সাহিত্যানুরাগী জাহিদ হাসান, মো. ইমরান হোসেন, আব্দুল্লাহ আল রিমন প্রমুখ।

আসরে একুশে গ্রন্থাগারের জন্য একশেট গ্রন্থ উপহার দেন লেখক চঞ্চল মেহমুদ কাশেম। পরবর্তী সাহিত্য আসর অনুষ্ঠিত হবে ৮ই আগস্ট, শুক্রবার বিকাল ৫টায়। প্রতিমাসের ২য় শুক্রবার নিয়মিত শিশুতোষ সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।
 

সম্পর্কিত বিষয়: