
নাসিক ১১নং ওয়ার্ডের হাজিগঞ্জ কিল্লার মাঠে বর্ণাঢ্য আয়োজনে এম সাকের্স যুবসমাজের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। ১১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ টিপু খান শুক্রবার বিকালে এ খেলার উদ্বোধন করেন ।
উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে টিপু খান বলেন, অপসংস্কৃতি আজকে সমাজকে গ্রাস করেছে। এর থেকে যুবসমাজকে বের করতে মাঠে টেনে আনতে হবে। খেলাধুলার দিকে মনোনিবেশ করাতে হবে।
যুবসমাজকে যেভাবে মাদক কুরে কুরে খাচ্ছে এই অভিশাপ থেকে আমাদের সন্তান ও ভাইদেরকে খেলাধুলা আনতেই হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাদেক,রমজান, লিখন, সাঈদ, নাসির, পাপ্পু, গোলাম মোস্তফা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয় খানপুর ইয়াংস্টার বনাম সাদা ঈগল প্রথম খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমাগম হয়। যা স্থানীয় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ সম্প্রীতির প্রমাণ বহন করে।