
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মো. জাহাঙ্গীর (৪৫), নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের ডান পকেটে নীল জিপারের মধ্যে রক্ষিত অবস্থায় রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) গোপন সংবাদের ভিক্তিতে সরদারপাড়া এলাকার রবিউল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর জেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকায় বসবাস করে আসছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। দুপুওে তাকে আদালতে পাঠানো হয়েছে।