নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৮, ১৬ আগস্ট ২০২৫

আড়াইহাজারে ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান

 আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত চক্ষু হাসপাতাল ডেন্টাল ইউনিট অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার এর পক্ষ থেকে নিঃস্বার্থ মানবসেবায় বিশেষ অবদান রাখায়  শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলা ও তার আশেপাশের ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

আড়াইহাজার চক্ষু হাসপাতালের চেয়ারম্যান খন্দকার লুৎফুন নাহার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লায়ন সুমন আহমেদ, হাসপাতালের ম্যানেজার আল আমিন মিয়া, কর্মকর্তা উম্মে হানি রুমা, আড়াইহাজার হেল্পলাইনের কর্ণধার রেজওয়ান রাব্বি প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। হাসপাতালের কর্মকর্তা উম্মে হানি রুমা বলেন, মানব সেবায় এবং অসহায়  মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই আয়োজন। তারা যেন সব সময় মানব সেবা করে যেতে পারে। এইজন্য তাদের উৎসাহ প্রদানের জন্য  এই সম্মাননা প্রদান করা হয়।