নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৭ আগস্ট ২০২৫

বন্দরে পুলিশ সোর্স রনী হত্যা মামলায় রেদোয়ান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৪, ১৬ আগস্ট ২০২৫

বন্দরে পুলিশ সোর্স রনী হত্যা মামলায় রেদোয়ান গ্রেপ্তার

বন্দরে পুলিশ সোর্স রনী হত্যা মামলার পলাতক আসামি রেদোয়ান ইসলাম রাসেল (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রেদোয়ান ওরফে রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকার মাসুদ ওরফে ডেনি মাসুদ মিয়ার ছেলে।

ধৃতকে শনিবার (১৬ আগস্ট) দুপুরে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট)  রাতে বন্দর থানার সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল) সন্ধা ৬টায় বন্দর  উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রনীকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে  দুর্বৃত্তরা।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, নিহত রনী একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক মামলাসহ সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।  
 

সম্পর্কিত বিষয়: