
ফতুল্লা পাগলা বাজার সমিতির নির্বাচন আগামী ১৫ আগস্ট শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জানাগেছে, এবারের নির্বাচনে প্রায় ২৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহাম্মাদ মাজহারুল ইসলাম মিঠুন ও জাহাঙ্গীর আলম। সম্পাদক পদে লড়ছেন মাহাবুবুর রহমান বাচ্চু ও নজরুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা তরুণ ব্যবসায়ী নেতা মুহাম্মাদ ইউসুফ।
এদিকে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে তরুণ ব্যবসায়ী নেতা মুহাম্মাদ ইউসুফ সমর্থক নিয়ে বাজার এলাকায় শোডাউন করেন। মিছিল শেষে তিনি দপ্তর সম্পাদক পদে সিলিং ফ্যান মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।