
নারায়ণগঞ্জ দায়রা আদালতের এডিশনাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এড.আবুল কালাম আজাদ। এর আগে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
ছাত্র জীবনে কালাম একজন মানবিক ও তুখোড় ছাত্রনেতা হিসেবে সুনাম অর্জন করেন। তিনি সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০২ সালে তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এই আইনজীবী।
আইন পেশায় নিষ্ঠা, সততা ও দক্ষতার জন্য সহকর্মীদের কাছে প্রশংসিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদের এ নিয়োগে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।