
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৯শে আগষ্ট) বাদ আসর নগরীর ডিআইটি এলাকার বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ টিটু।
সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ আহমেদ টিটু বলেন, তারেক রহমান বিগত দেড় যুগ ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নির্দেশে আন্দোলন-সংগ্রাম করেছি এবং করব। যারাই আজ ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান করে দিচ্ছি—ফ্যাসিবাদী শক্তির আর কোনো পুনরুত্থান বাংলাদেশে ঘটবে না।
তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের নেতা তারেক রহমান ভবিষ্যৎতে এদেশে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চান।
এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতী, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আনিসুর রহমান আনিস, পায়েল হোসেন আকাশ ও সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।