নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

বন্দরে প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ৩১ জানুয়ারি ২০২৬

বন্দরে প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ইং উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন শৃঙ্খলা সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

আলোচনায় অংশ নেন সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলহাজ্ব আবুল কালাম, এবিএম সিরাজুল মামুন, এডভোকেট মন্টু ঘোষ, হাজী মাকসুদ হোসেন মাকসুদ, মোঃ মাসুম বিল্লাহ, বাহাদুর শাহ, তরিকুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার নাহিদ, আবু নাঈম খান বিপ্লব ও এইচ এম আমজাদ হোসেন মোল্লা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রহিমা  আক্তার ইতির সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দর থানা এলাকায় দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আয়াত আব্দুল্লাহ,্র্যাব-১১’র কোম্পানী কমান্ডার আব্দুর রশীদ, বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, বিজিবি, এন এস আই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা।

এসময় প্রধান অতিথি রায়হান কবির বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী সকাল ৭টা পর্যন্ত নির্বাচনের কোন প্রচার প্রচারণা চালানো যাবেনা। এমনকি একই স্থানে দুই প্রার্থী সভা সমাবেশ করতে পারবেনা। সরকারি জায়গায় কোন ক্যাম্প স্থাপন করা যাবেন।

সভাপতি শিবানী সরকার বলেন, নির্বাচনের দিন ভোটারকে ভোট প্রদানে বাধাগ্রস্ত করা যাবেনা। অর্থের বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করা যাবেনা। কোন প্রার্থী নির্বাচনের আচরণ বিধি লঙ্গন করলে কোনভাবেই বরদাশত করা হবেনা। জনগণের ভোগান্তি হয় এমন কিছু করা যাবেনা।

যানবাহন ব্যবহার করে শোডাউন করা যাবেনা। অন্যান্যদের মাধ্যে  উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ। 
 

সম্পর্কিত বিষয়: