নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬

একটি প্রভাবশালী দলের লোকজন আমার পোষ্টার ছিড়ে ফেলছে : মাকসুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৭, ৩০ জানুয়ারি ২০২৬

একটি প্রভাবশালী দলের লোকজন আমার পোষ্টার ছিড়ে ফেলছে : মাকসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে, ব্যাপক গনসংযোগ চালিয়েছেন নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য  প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকা হতে গনসংযোগ শুরু করেন তিনি। পরে  ২১নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকা,২২নং ওয়ার্ডের বন্দর বাজার,খানবাড়ি,২৩নং ওয়ার্ডের কদমরসুল পৌরসভা,কবিলের মোড়,নবীগঞ্জ ঘাট হয়ে লতিফ হাজী মোড় বাগে জান্নাত জামে মসজিদের সামনে ব্যাপক প্রচারনা  চালিয়ে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করে প্রচারনা শেষ করেন তিনি। এ সময় প্রায় ২ হাজারে বেশি কর্মী সমর্থক তাকে ফুটবল প্রতিকে সমর্থন জানাতে গনংযোগে অংশ গ্রহন করেন।

গনসংযোগ কালে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন,আজকে নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  বন্দরে ২০’২১,২২ ও ২৩ ৪টি ওয়ার্ডে গনসংযোগ করেছি।

জনগনের ব্যাপক সারা পাচ্ছি। তবে পরিতাপের বিষয় হচ্ছে আমার এই ওয়ার্ডগুলোর কিছু কিছু জায়গায় আমার ব্যানারগুলো ছিড়ে ফেলা হচ্ছে যা খুবই নিন্দনীয় কাজ। একটি প্রভাবশালী দলের লোকজন আমার নির্বাচনী জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে এমন প্রতিহিংসা মুলক আচরন করছে।

একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে এমন আচরন খুবই দু:খ জনক। আমি প্রতিপক্ষ প্রার্থী বন্ধুদের গনতান্ত্রিক সুলভ আচরন করতে অনুরোধ করবো। জনগনই আমার একমাত্র ভরসা। আশাকরি আগামী ১২তারিখ শেষ হাসিটা ফুটবলেরই হবে ইনশাআল্লাহ।

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন, বন্দর কলাগাছিয়া জাতীয়পার্টির সভাপতি বাচ্চু মিয়া,মোসলেউদ্দিন মেম্বার, সেলিম, দুলাল, ছানু, মনির হোসেন, জাফর, রহমত,আউয়াল মাষ্টার,ইমরান খান ,মনির হোসেন, মনোয়ার হোসেন, দানেস, ইব্রাহিম, এরশাদ, মুছাপুর ইউনিয়নের সমাজ সেবক আরিফ হোসেন,আবুল হোসেন সাগর,বিল্লাল হোসেন,আবুল কাশেম,মঞ্জিল হোসেন,জুম্মান,আলমগীর হোসেন,আতাউর রহমান,মামুন মিয়া,রাকিব হোসেন,জিদান,মাহাবুব আলী,পারভেজ প্রমূখ। 


 

সম্পর্কিত বিষয়: