নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচিতে নামের ক্রমবিন্যাস নিয়ে বিরোধের জেরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

 

 শুক্রবার (৩০  জানুয়ারি)  সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আজাহার হোসেন। তিনি কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, আজ শনিবারের একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বৈঠকের সময় তালিকায় নাম আগে-পরে দেওয়া নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়।

 

এ সময় রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন যুবদল কর্মী আজাহারসহ চারজনের ওপর হামলা চালায়। যুবদল কর্মী রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে আজাহার ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে,চিকিৎসাধীন অবস্থায়  গভীর রাতে  চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

 রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।