নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬

ভোট সামনে রেখে নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৬, ৩০ জানুয়ারি ২০২৬

ভোট সামনে রেখে নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মির্জা মো. আরাফাত বলেছেন, নারায়ণগঞ্জ জেলায় ৫টি বেইজ ক্যাম্প হতে বিজিবি সদস্যগণ ৫টি উপজেলায় দায়িত্ব পালন করবে। ৫টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটারাধিকার সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন সময়ে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে বিজিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 
লে. কর্নেল আরাফাত জানান, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা- বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে।’

তিনি জানান, দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি সংসদীয় আসনের ১ হাজার ৯২১টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুধু নারায়ণগঞ্জ জেলাতেই ৫টি বেইজ ক্যাম্প থেকে ৫টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানও চলমান রয়েছে।

সম্পর্কিত বিষয়: