আড়াইহাজার উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের আতাউর রহমান আঙ্গুরের প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়ন এলাকায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে টহল অভিযান চালায় মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৯(ক) বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খানের প্রতিনিধি আল আমিনকে অভিযুক্ত করে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

































