নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের  আলোচনা সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৪, ১৭ আগস্ট ২০২৫

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের  আলোচনা সভা অনুষ্ঠিত 

সৃজনশীল সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের  সাধারণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার বিকেলে খানপুর চৌরঙ্গী পার্কের ভাসমান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মামুনের সার্বিক তত্বাবধানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ শহিদ উল্লাহ,  আরিফ মিহির,কবি রইস মুকুল, কবি ফরিদুল মাইয়ান। 

সংগঠনের সহ সভাপতি ফিরোজ কায়সার  এর সঞ্চালনায় এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহানাজ মান্নান  বুলবুল, ছালিমা হোসেন শান্তা,উর্মি আক্তার, সোহেল রহমান, হোসনে আরা,মোঃ শফিকুল ইসলাম আরজু, এস,বি,দেব দিপু,সিরাজুল ইসলাম,এড.বিল্লাল হোসেন,মোঃ ফয়েজুর রহমান,পিয়াসা আক্তার, কাজী আনিসুল হক,  মোঃ রহিম, সাদিয়া আফরিন তমা, কবির,আতিক,আরিফুর রহমান, শিউলি বেগম,জয়নুল আবেদীন জয়, শুক্কুর মাহমুদ জুয়েল সহ প্রমুখ।

সম্পর্কিত বিষয়: