
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গনে মিছিল করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত (সবুজ প্যানেল) এড. হাফিজ মোল্লাহ-মাঈন উদ্দিন পরিষদ।
এসময় সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লাহ বলেন, এই বিচার অঙ্গনের উপর নির্ভর করে মানুষের শান্তি ও নিরাপত্তা। নির্বাচনের উদ্দেশ্য হলো এই আইন অঙ্গনে সুষ্ঠু ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আইনজীবী ও বিচারকদের সমন্বয়ে একটি বিচার বেরিয়ে আসে। যদি আমরা জয় লাভ করি তাহলে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে কিভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে সচেষ্ট হবো।
সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈন উদ্দিন মিয়া বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণের পর ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কতৃক নির্বাচনী আচরণবিধি প্রকাশিত হলেও কিছু কিছু আচরণবিধি লংঘিত হচ্ছে।
নির্বাচন কমিশনকে বলবো আপনারা লক্ষ্য রাখবেন এবং আগামীকাল থেকে যেন নির্বাচনী আচরণবিধি লংঘিত না হয়। যদি আচরণবিধির হেরফের হয় তাহলে যেখানে যা প্রয়োজন আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমরা একটি সুশৃঙ্খল, ন্যায় আইনজীবী পরিবেশ সৃষ্টি করতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল-আমীন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম দিপু, এড. সাইফুল ইসলাম প্রমুখ।