
বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি সাগর (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী সাগর বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(৮)২৫।
ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (১৭ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৬ আগস্ট) রাতে বন্দর থানার ফরাজিকান্দাস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, ধৃত মাদক কারবারি সাগর দীর্ঘ দিন ধরে ফরাজিকান্দা, বেপারীপাড়া ও দড়ি সোনাকান্দাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। ধৃত মাদক ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মাদক মামলা রয়েছে।