
"মানবতার টানে এগিয়ে আসুন রক্তদানে " এ স্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম,সিনিয়র সাংবাদিক খলিল শিকদার, ডক্টর নূর উদ্দিন রনি, ডিকেএমসি হসপিটালের পরিচালক নজরুল ইসলাম, শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা শরীফ মাস্টার, রফিকুল ইসলাম,শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন চন্দ্র শীল,নূরুল হুদা সানিসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলায় যেভাবে রক্তের সংগঠনের মাধ্যমে রক্তযোদ্ধা তৈরি হয়েছে। এই মানুষ বাঁচানোর কাজে যারা সম্পৃক্ত রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনার জন্য উপস্থিত রক্তযোদ্ধাদের আহ্বান জানান বক্তারা।
সেই সাথে রূপগঞ্জ উপজেলাসহ আশেপাশের এলাকায় খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে । শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।