নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ মে ২০২৫

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৭, ২২ মে ২০২৫

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

বন্দরে পৃথক অভিযানে মাদক মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়।

এর আগে গত বুধবার (২১ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকার মৃত সুবেদ আলী মিয়ার ছেলে মাদক মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী তোফাজ্জল হোসেন (৬৯) একই উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১০(৪)২১ নং হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাহাদাত হোসেন (৩১) ও বন্দর ইউনিয়নের তিনগাও ভদ্রসন এলাকার মনির হোসেন মিয়ার ছেলে যৌতুক মামলা ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ রানা (৩৫)। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্য হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাহাদাতকে  র‌্যাব-১১ গ্রেপ্তার করতে সক্ষম হয়।  
 

সম্পর্কিত বিষয়: