নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ মে ২০২৫

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে

বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৯, ২১ মে ২০২৫

বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ মে) ফতুল্লার ভুইঘরে হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সম্পন্ন হয়।

কিশোরীদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করার লক্ষ্যে গত সোমবার (১৯ মে)  এ প্রশিক্ষন শুরু হয় । প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী কিশোরীরা কাবাডির প্রাথমিক কৌশল, শারীরিক প্রস্তুতি এবং দলগত চেতনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ। তাঁরা বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। 

এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

সম্পর্কিত বিষয়: