নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৪, ৬ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।

উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ফুটবলের অনেক খেলোয়াড় তৈরী হয়েছে। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সুনামের সাথে খেলেছে নারায়ণগঞ্জের খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্যেই আন্তঃকলেজ টুর্নামেন্ট সহ নানান টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

খেলার মাধ্যমেই আমাদের ছেলেরা আগামীদিনের তারকা হয়ে উঠবে। সেই সাথে, খেলাধুলার মাধ্যমে তরুন প্রজন্মকে অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখা যাবে। বর্তমান স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের না হলেও এই স্টেডিয়ামকে উন্নত করতে আমাদের সংস্কার কাজ দ্রুতই শুরু হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাকারিয়া ইমতিয়াজ, সাবিত আল হাসান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির, ক্রীড়া সংগঠক আরিফ মিহির সহ প্রমুখ।

উদ্বোধনী দিনের খেলায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজকে পরাজিত করে জয়লাভ করে বন্দরের হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজ। হাজী মিছির আলী ডিগ্রী কলেজকে পরাজিত করে জয়লাভ করে সোনারগাঁয়ের সরকারি মুড়াপাড়া কলেজ।

আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজকে পরাজিত করে জয়লাভ করে নারায়ণগঞ্জ কলেজ। বন্দরের সরকারি কদমরসূল ডিগ্রি কলেজকে পরাজিত করে জয়লাভ করে সলিমুদ্দিন চৌধুরী কলেজ।
 

সম্পর্কিত বিষয়: