নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে এবি (আমার বাংলাদেশ) পার্টির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম সোনারগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) মোগরাপাড়া বাজার, বৈদ্যের বাজার ইউনিয়ন, বারদী ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়নে লিফলেট বিতরণ, লিফলেট টাঙানো ও গণসংযোগ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুব পার্টির সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, সহকারী সদস্য সচিব তরিকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সমন্বয়ক ফরহাদ হোসেন প্রমূখ।
আরিফুল ইসলাম বলেন, গণসংযোগের সময় মানুষের মাঝে উৎফুল্ল পরিবেশ তৈরি হয়েছিল। মানুষ আমাদেরকে খুব সহজভাবে গ্রহণ করছিল এবং তারা আমাদেরকে কথা দিয়েছে তারা এবি পার্টিতে ভোট দিবেন।
প্রতিটা জায়গায় মানুষের মাঝে একটা উৎসুক পরিবেশ তৈরি হয়েছে। মানুষ এবি পার্টিকে খুব সাদরে গ্রহণ করছে, আমরা প্রচারণা পরিচালনা করতে গিয়ে খুবই আনন্দিত হচ্ছি। ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাবো।


































