নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫

দলকে ঐক্যবদ্ধ করে রাখতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : সজল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৯, ২৫ অক্টোবর ২০২৫

দলকে ঐক্যবদ্ধ করে রাখতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমরা সবাই জাতীয়তাবাদী দলের আদর্শের শক্তি। আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে থেকে কিভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসা যায় সেই কাজগুলো আমাদের করতে হবে।

আমাদের এখানে কেউ এমপি হবেন, কেউ সিটি কর্পোরেশনের মেয়র হবেন। কেউ আমার ভালো জায়গায় যাবেন জেলা পরিষদের চেয়ারম্যান হবেন বা উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন। এইসব বিষয়ে বিভেদ আমাদের পরে হবে। আগে আমাদের দলকে ঐক্যবদ্ধ করে রাখতে হবে। 

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ পূর্বে বক্তব্যকালে তিনি এসব কথাগুলো বলেন।

‎শনিবার (২৫ অক্টোবর) বিকেল চারটায় শহরের খানপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামীতে যাকে ধানের শীষের মনোনয়ন দিবে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।  এবং দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কারন আমার আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি তেমনি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ইনশাল্লাহ আগামীতে দেশনায়ক তারেক রহমান ও জাতীয়বাদী দলকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবো। তাহলে আপনারা আমরা সবাই ভালো থাকতে পারবো।

‎মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
 

সম্পর্কিত বিষয়: