নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫

আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪২, ৭ ডিসেম্বর ২০২৫

আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে তার বাসায় ছুটে গেলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাস সানির অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান এবং সানির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নেন। পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় জাকির হোসেন রোকনের সাথে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, শাহ্ মোহাম্মদ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুর অর রশিদ মুকুল, জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল লতিফ তুষার, সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক একেএম আনোয়ার হোসেন সুমন, মহানগর জাসাসের ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, সদর থানা জাসাসের সভাপতি কবীর শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুঃ রহিম হোসেন বাবুল, ১৪নং ওর্য়াড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব বদিউজ্জামান ইমন, সদস্য মারুফ হোসেন, শুক্কুর মজুমদার, জাসাস নেত্রী মাকসুদা আক্তার, সোনিয়া আক্তার, মাসুম শেখ, রানা প্রমুখ। 

উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হয়। তাকে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।