
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশ আজ সংকটময় মূহুর্ত অতিক্রম করছে। আমাদের নেত্রী অসুস্থ তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছেনা। উন্নত চিকিৎসা না পেয়ে বেগম খালেদা আজ ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছেন।
সকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবী আদায়ে নারায়ণগঞ্জ-ঢাকা লিঙ্ক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের পিছনে বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঢাকা-নারায়নগঞ্জ পাশাপাশি। ঢাকা এবং নারায়নগঞ্জের নেতা-কর্মীরা এক হয়ে ঢাকার রাজপথে নামলে এ সরকারকে পদত্যাগ করতে হবে। নারায়নগঞ্জে অনেক কুখ্যাতরা আওয়ামী লীগ করে। আপনারা ভয় পাবেন না। ২০০১ সালে যেমন বোরখা পরে দেশ থেকে পালিয়েছিলো। এবার ও বোরখা পরে পালাবে।
তিনি বলেন, আমি এখানে আমন্ত্রিত ছিলাম না। আমি শুধু একজন কর্মী হিসেবে এখানে এসেছি। আমি নিচে বসলেও আমাকে মঞ্চে ডেকে এনে সম্মানিত করা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বাসায় অবরুদ্ধ করে রেখেছে সরকার। আমাদের নেত্রীকে সুরক্ষা দিতে না পরালে নিজেদের কী সুরক্ষা দেব? কোন মুখে আমরা বলব গণতন্ত্র পুনরুদ্ধার করব? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম।
জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃআব্দুল মঈন খান, ঢাকা মহানগরের দক্ষিনের আহবায়ক প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, মাজহারুল ইসলাম মান্নান,নজরুল ইসলাম আজাদ, মাহামুদুর রহমান সুমন,কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ।