নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ মার্চ ২০২৫

জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলায় রাজিবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৫৮, ৪ এপ্রিল ২০২৪

জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলায় রাজিবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ জিয়া হলের উপরে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ম্যুরাল ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

মাশুকুল ইসলাম রাজিব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, দ্রব্য মুল্যের লাগামহীনতা, ঘুষ, দূর্নীতি, লুটতরাজ কিছুই তো বন্ধ করতে পারলেন না শুধু ভোট ডাকাতি আর প্রকল্পের নামে লুটপাট করা ছাড়া.........

যাইহোক মানুষের আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধার জায়গায় আঘাত করে জিয়াউর রহমানের ম্যুরাল সরিয়ে উনার নাম পরিবর্তন করে এখানে অন্যকিছু হয়তো ক্ষমতার জোরে এখন করতে পারবেন। কিন্তু মানুষের অন্তর থেকে এ নাম কখনো মুছে ফেলা যাবেনা। যা দিনদিন বাড়বে আর বেড়েই চলেছে। 

সময়ের পরিবর্তনে এই ম্যুরাল স্বমহিমায় নিজ জায়গায় যেমন প্রতিস্থাপিত হবে। ঠিক তেমনি অন্য কারো নামেও এদেশে কিছু থাকবেনা, সাথে বোনাস হিসেবে কারো অন্তরে আছে এরকম কথা বলার হয়তো কাউকে খুজে পাওয়া যাবেনা।