সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শহরের নগর খানপুরে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া কমিটির উদ্যোগে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগর খানপুরের শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত সনাতনধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। তাঁর প্রয়াণে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী নেত্রীকে হারিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের হৃদয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসলে উদ্দিন ইচ্ছা, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, নগর খানপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া মন্দির কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ সাহা বাবু, সভাপতি ঠাকুর দাস সাহা, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সহ- সভাপতি রতন কুমার দে, সহ- সভাপতি জয়ন্ত কুমার দে, সহ- সভাপতি উত্তম কুমার জনি, সাধারণ সম্পাদক সুমন সাহা, সাংগঠনিক সম্পাদক জিশু সাহা, কোষাধ্যক্ষ মিন্টু রায়,সদস্য জনারধন সাহা, প্রবীর কুমার সাহা, সুভাষ,খোকন, নির্মলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

































