নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

চাষাঢ়ায় ফ্ল্যাট বাসা থেকে রিপনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ২৮ এপ্রিল ২০২৩

চাষাঢ়ায় ফ্ল্যাট বাসা থেকে রিপনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া থেকে জাবেদ আহমেদ রিপন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার রাত ১০টায় নিজ বাসার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। রিপন উত্তর চাষাঢ়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন এ বাসায় একা থাকতো তার স্ত্রী সন্তান কেউ তার সাথে থাকেনা। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সন্তান অন্যত্রে বসবাস করেন। রিপনের এ বাড়ি ৫ম তলা। সে নিচ তলায় থাকেন। অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেয়া। দুদিন যাবত তার কোন সারাশব্দ না পাওয়ায় থানায় জানানো হয়েছে।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, লাশটি বাসার ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পেয়েছি। নিহতের শরীরে কোন আঘাতের দাগ পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারন জানাযাবে।