নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৬ আগস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহরে খেলাফত মজলিসের গণমিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১৯, ৫ আগস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহরে খেলাফত মজলিসের গণমিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল চাষাঢ়া চত্বর প্রদক্ষিণ করে ডিআইটি হয়ে বাপ্পী চত্বরে গিয়ে শেষ হয়।

খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম সিদ্দিকী, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, পূর্ব থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, মুফতী নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি নাঈম ইসলাম, শ্রমিক মজলিসের মহানগর সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: