নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা আলোচিত চাঁদাবাজ রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে মিশনপাড়া ও আশপাশের এলাকায় দোকানপাট, মার্কেট, পরিবহন ও নির্মাণ প্রকল্প থেকে চাঁদা আদায় করতো। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা তার ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।
দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী আলী হায়দার মল্লিককে মারধর করে গুরুতর জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩/৩২৫/৪২৭/৩৮৫/৫০৬(২) ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
এদিকে রিয়াদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রিয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। পুলিশের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং রিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


































