
দৈনিক রুদ্রবার্তা পত্রিকার চীফ ফটো সাংবাদিক আলী হোসেন টিটুর মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৬ আগষ্ট) বাদ আসর দেওভোগ বাংলাবাজার বাইতুল আকসা জামে মসজিদে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যবৃন্দরা এই দোয়ার আয়োজন করেন।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক এএসপি আলহাজ্ব আজিজুল্লাহ, সাংবাদিক আলী হোসেন টিটুর সহদোয় দেলোয়ার হোসেন, মোক্তার হোসেন, মোজাম্মেল হোসেন, বাদল হোসেন, সুমন, জনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সাংবাদিক টিটুর মমতাময়ী মা (জহুরা খাতুন) গত রবিবার (৩ই আগষ্ট) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্ট্রোক জনিত কারণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও এক কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।